যুক্তরাজ্য অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে, যেমন ভারতীয় রেস্তোরাঁ, কার ওয়াশ এবং নেল পার্লার, যেখানে অবৈধ অভিবাসীরা কাজ করছেন।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপারের দপ্তর জানিয়েছে, হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে সাতজন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। জানুয়ারি মাসে ৮২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে, যার মধ্যে ৬০৯ জন অবৈধ অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে চাটার্ড ফ্লাইটে।
ফেরত পাঠানোদের মধ্যে মাদক, চুরি, ধর্ষণ, হত্যার মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রয়েছেন।
এছাড়া, ব্রিটিশ সরকার অবৈধ শ্রমিক নিয়োগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। কাজের অনুমতি ছাড়া শ্রমিক নিয়োগ করলে নিয়োগকর্তাদের জরিমানা করা হচ্ছে এবং ১০৯০টি নোটিস জারি করা হয়েছে।
এই কঠোর পদক্ষেপগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির মিল রয়েছে। হোম অফিসের কর্মকর্তা এডি মন্টগোমারি জানিয়েছেন, অভিবাসন আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, ব্রিটিশ সরকার নতুন সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন বিল উত্থাপন করতে যাচ্ছে, যার মাধ্যমে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে তাদের ফোন বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হবে এবং জামিনের সুযোগ থাকবে না।