পাকিস্তানি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আনমুল বালুচের বিয়ের খবরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। তার নতুন জীবনের সঙ্গী কে হচ্ছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্যমতে, আনমুল বালুচের বাগদত্তার নাম উমাইর বেগ। তিনি দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী ও সাবেক মন্ত্রীর পুত্র। বর্তমানে তিনি পাকিস্তানের খ্যাতনামা বেগ গ্রুপের পরিচালকের দায়িত্বে আছেন।
তবে আনমুল বালুচ নিজে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তার প্রতিনিধি থেকেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবুও পাকিস্তানের বিনোদন অঙ্গনে এ গুঞ্জন নিয়ে চর্চা থেমে নেই।
সম্প্রতি কুবরা খান, গহর রশিদ, নীলম মুনির ও মৌরা হোসেনের মতো তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছিল, তার অনেকটাই পরে সত্যি হয়েছে। তাই আনমুল বালুচের বিয়ের খবরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
পাকিস্তানের টেলিভিশন জগতে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন আনমুল বালুচ। দেশ-বিদেশে তার অভিনীত নাটকগুলো দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তিনি গোপনীয়তা বজায় রেখেছেন।