পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি ভিন্নধর্মী পরামর্শ দিলেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশেষ করে তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব, খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির প্রতি সতর্ক বার্তা দিয়েছেন আফ্রিদি। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যস্ততা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যম আপনাকে ক্রিকেট খেলতে সাহায্য করবে না। ভালো কিছু করতে হলে পুরো মনোযোগ দিতে হবে মাঠের ক্রিকেটে, সোশ্যাল মিডিয়ায় নয়।"
তিনি আরও বলেন, "সাইম আইয়ুব সব সংস্করণে ভালো ক্রিকেটার হতে পারে। কিন্তু তার খাদ্যাভ্যাস, ফিটনেস ও মাঠের বাইরের শৃঙ্খলা ঠিক রাখা জরুরি। একই কথা খুশদিল ও আব্বাসের জন্যও প্রযোজ্য।"
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দেশটির ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, খেলোয়াড়রা মাঠের বাইরে অতিরিক্ত সময় নষ্ট না করে ক্রিকেটে মনোযোগী হবেন।