দীর্ঘ আট বছর পর মাঠে ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে একের পর এক তারকা ক্রিকেটারের ইনজুরিতে আয়োজনে যেন ভাটা পড়ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আফগানিস্তানের রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের নাম। এল-৪ কশেরুকায় গুরুতর চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে ইনজুরির শিকার হন গজনফর। সুস্থ হতে কমপক্ষে চার মাস সময় লাগবে, ফলে আইপিএল ২০২৫-এও খেলা হবে না তার। মুম্বাই ইন্ডিয়ানস ৪.৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল, যা তরুণ এই স্পিনারের জন্য বড় এক সুযোগ ছিল।
গজনফরের বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাঙ্গেয়াইলিয়া খারোতে। এর আগে তিনি রিজার্ভ দলে ছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান চার স্পিনার নিয়ে খেলতে যাচ্ছে—রশিদ খান, নূর আহমাদ, মোহাম্মদ নবি এবং খারোতে। তবে গজনফরের ইনজুরির কারণে স্পিন বিভাগ কিছুটা দুর্বল হয়ে গেল। এখন দেখার বিষয়, আসন্ন প্রতিযোগিতায় আফগানিস্তান কেমন পারফর্ম করে।