চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে শেষ মুহূর্তের। রাতভর অনুশীলন শেষে আজ (১২ ফেব্রুয়ারি) মিরপুরে আনুষ্ঠানিকভাবে ফটোসেশন সম্পন্ন করেছে টাইগাররা। দলের সকল ক্রিকেটার এবং কোচিং স্টাফ উপস্থিত ছিলেন এই ফটোসেশনে।
বাংলাদেশ দল আগামীকাল রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে। সেখানে তারা ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর পর ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য মাঠে নামবে বাংলাদেশ। পরবর্তী ম্যাচগুলো হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে, যথাক্রমে ২৪ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি।
দলটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এখন থেকে ম্যাচগুলোর জন্য নিজের সেরা ফর্মে থাকার চেষ্টা করছে।