চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারানো কয়লাবোঝাই একটি ট্রাক সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে পড়ে। ট্রাকটির আছড়ে পড়ার কারণে মোটরসাইকেলসহ আক্তার হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় লেগুনার চালক নুরুল মোস্তফা ও কিছু পণ্য নিয়ে দরদাম করতে থাকা আক্তার হোসেনকে বাঁচাতে পারেননি। কুমিরা হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
ট্রাক চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছে, তবে পুলিশ ট্রাক ও লেগুনাকে হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলছে। পুলিশের ধারণা, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।