বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান শুরু করেছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই অভিযানে সংশ্লিষ্ট লেনদেন এবং নথিপত্র সংগ্রহের কাজ চলছে।
অভিযোগ পাওয়া গেছে যে, দেশের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্টের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এসব এজেন্টরা হুন্ডি পদ্ধতিতে অর্থ পাচার করছে। দুদক এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এবং পরবর্তীতে অন্যান্য মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের লেনদেন তথ্যও সংগ্রহ করা হবে।
Mytv Online