বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, বছরে কোটি টাকা আয় করা ৬৭ শতাংশ মানুষ করজালের বাইরে থাকেন, যা দেশের কর ব্যবস্থা সম্পর্কে উদ্বেগজনক। তিনি বলেন, দুই-তৃতীয়াংশ মানুষ যাদের আয় কোটি টাকার বেশি, তারা করজালের আওতায় নেই, এবং এমন একটি ক্ষুদ্র বা ফাঁপা করজাল দিয়ে কর-জিডিপির অনুপাত বৃদ্ধি করা সম্ভব নয়।
খন্দকার গোলাম মোয়াজ্জেম আজ বুধবার প্রাণ-আরএফএল গ্রুপের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি ২০১৮ সালের সিপিডির গবেষণা উল্লেখ করে বলেন, কোটি টাকা আয় করা মানুষের করজালের বাইরে থাকার বিষয়টি তার প্রতিষ্ঠানের গবেষণাতেও উঠে এসেছে।
তিনি আরও বলেন, সম্প্রতি সরকার শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক-কর বাড়িয়ে দুর্নাম অর্জন করেছে। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার জন্য চাপ দিচ্ছে, এবং সরকার বর্তমানে করজাল বৃদ্ধি না করে পরোক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে।
মোয়াজ্জেম বলেন, “রাজস্ব বৃদ্ধির জন্য সরকারের অন্যান্য বিকল্প ছিল কি না, তা বিশ্লেষণ করা উচিত,” কারণ এই শুল্ক-কর বাড়ানোর ফলে রাজস্ব ঘাটতি তেমনটা পূর্ণ হবে না। তিনি এও বলেন, দেশে কর প্রশাসনের অটোমেশন প্রক্রিয়া সফল হয়নি এবং এই খাতে সংস্কারের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, যা কর আদায়ের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে।
এছাড়া, তিনি দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, সরকারের উচিত এই সংস্কারের উদ্যোগ নেওয়া, যাতে পরবর্তী সরকার তা বাস্তবায়ন করতে পারে। তিনি সম্পদ কর আরোপেরও পক্ষে মত দেন, যা কর ব্যবস্থার উন্নয়নে সহায়ক হতে পারে।
Mytv Online