যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হাজার হাজার নতুন নথি খুঁজে পাওয়ার কথা ঘোষণা করেছে। গত মঙ্গলবার, এফবিআই জানায় যে, তারা প্রায় ২ হাজার ৪০০টি নতুন তালিকাভুক্ত ও ডিজিটালাইজড নথি পেয়েছে, যা আগে জন এফ কেনেডি হত্যার সঙ্গে সম্পর্কিত মনে করা হয়নি।
এফবিআই বলেছে, তারা এসব নথি ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনে পাঠিয়ে দিয়েছে, যাতে এগুলো প্রকাশের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যায়। এই অনুসন্ধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের পর শুরু হয়, যা জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সম্পর্কিত অবশিষ্ট সব নথি জনসমক্ষে আনার নির্দেশ দেয়।
জন এফ কেনেডি হত্যাকাণ্ড ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে ঘটে এবং এই হত্যাকাণ্ডের পর থেকেই ব্যাপক ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয়েছে। অনেক বছর ধরে জনসমক্ষে আসা নথি এবং তথ্যে ব্যাপক সন্দেহ প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালের গ্যালাপ জরিপে ৬৫ শতাংশ মার্কিন নাগরিক বলেন, তারা বিশ্বাস করেন না যে, লি হার্ভে অসওয়াল্ড একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।
ট্রাম্পের সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়র ২০২৩ সালে দাবি করেন, তার চাচার হত্যাকাণ্ডে সিআইএ’র সংশ্লিষ্টতা নিয়ে ‘অকাট্য’ প্রমাণ রয়েছে। এর আগে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নথি প্রকাশ করার প্রতিশ্রুতি দেন।