চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে চান্দগাঁও থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নগরের চান্দগাঁও থানায় পুলিশের গুলিতে নিহতের ঘটনা ঘটে। ওই মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের জুলাই-আগস্টে চট্টগ্রামে গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীসহ ১০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হন। এ ঘটনায় থানায় ও আদালতে ৮২টির বেশি মামলা হয়, যেখানে একাধিক সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, ২৩ জুন সাইফুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়। তিনি ৪ জুলাই সিএমপিতে যোগ দেন। তবে সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।