বাংলাদেশে যত আয়নাঘর রয়েছে, সব খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দেশে প্রায় ৭০০ থেকে ৮০০ আয়নাঘর রয়েছে, যা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে।
আজ বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শফিকুল আলম বলেন, "গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশেষ বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের ব্যক্তিদের বিচার হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে। কেউ মুক্তি পাবে না।"
প্রেস সচিব দাবি করেন, "মাত্র ছয় মাসে গুম-খুনের বিষয়ে সরকার যে অগ্রগতি দেখিয়েছে, তা একটি বড় সফলতা।"
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, জাতিসংঘের সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দুই দিনের সফরে আজ আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন এবং আগামী শুক্রবার দেশে ফিরবেন।
সফর প্রসঙ্গে আজাদ মজুমদার বলেন, "সেখানে সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।"