তুরস্কে গত ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিষাক্ত মদ্যপানে মারা গেছেন ১০৩ জন, আর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩০ জন। এই অসুস্থদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃতদের মধ্যে ৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। সবচেয়ে কম বয়সী, ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক এক তরুণীও মারা গেছেন।
এ ঘটনা ঘটেছে তুরস্কের রাজধানী আঙ্কারা ও প্রধান পর্যটন শহর ইস্তাম্বুলে। অন্য শহরগুলোর খবর পাওয়া যায়নি।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কে মদ নিষিদ্ধ নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে মদের দাম বৃদ্ধি পেয়েছে। সরকারের মদ ও তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি এবং মদ প্রস্তুতকারক কোম্পানির ওপর বিধিনিষেধ চালু করার কারণে মদ প্রস্তুতকারীরা অবৈধভাবে ‘ঘরে তৈরি’ মদ বিক্রি করছে।
এই মদে অতিমাত্রায় মিথানল, ইথানল (স্পিরিট) এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হচ্ছে, যা মদ্যপানকারীদের জন্য ভয়াবহ হয়ে উঠছে।
শতাধিক মৃত্যুর পর আঙ্কারা ও ইস্তাম্বুলে অভিযান শুরু করেছে তুরস্ক সরকার। বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে আঙ্কারায় ১৩ জন এবং ইস্তাম্বুলে ১১ জন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি, ১০২ টন মিথানল ও ইথানল এবং ৮৬ হাজার লিটার মদ জব্দ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড
Mytv Online