ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

জুলাই অভ্যুত্থানে পুলিশ বৃষ্টির মতো গুলি চালিয়েছে: ইউনিসেফ

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৩:০৪ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থানে পুলিশ বৃষ্টির মতো গুলি চালিয়েছে: ইউনিসেফ
বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে সংগঠিত সহিংসতায় শিশু নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রতিবেদনটি হৃদয়বিদারক। প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সহিংসতায় ১ হাজার ৪০০ জন নিহত হন, যার মধ্যে শতাধিক শিশু ছিল।

রানা ফ্লাওয়ার্স বলেন, সহিংসতায় শিশুদের হত্যার পাশাপাশি শারীরিক নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং অমানবিক অবস্থায় আটকের ঘটনা ঘটেছে। ধানমন্ডিতে ১২ বছর বয়সী এক বালক গুলিবিদ্ধ হয়ে মারা যায়, আর নারায়ণগঞ্জে ছাদ থেকে সংঘর্ষ পর্যবেক্ষণকালে ছয় বছর বয়সী এক শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়।

৫ আগস্টের সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, আজমপুরে এক ১২ বছর বয়সী বালক এক ডজন মৃতদেহের সাক্ষী হয়। সে বর্ণনা করে, কীভাবে পুলিশের গুলি বৃষ্টির মতো ছুটে আসছিল। এ ধরনের ভয়াবহ ঘটনা আর কখনো যাতে না ঘটে, সেজন্য বাংলাদেশের প্রতি আবেদন জানায় ইউনিসেফ।

বিবৃতিতে রানা ফ্লাওয়ার্স তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রথমত, নিহত শিশুদের প্রতি সুবিচার এবং তাদের পরিবারের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আটক শিশুদের দ্রুত মুক্তি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সব রাজনৈতিক দল এবং নীতিনির্ধারকদের একসঙ্গে কাজ করে পুলিশ এবং বিচার ব্যবস্থার সংস্কারে ঐকমত্যে পৌঁছাতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিশু সহিংসতার শিকার না হয়।

ইউনিসেফ বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনায় স্বাধীন তদন্ত পরিচালনা এবং শিশু সুরক্ষায় আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার ব্যবস্থার সংস্কারের আহ্বান জানায়। পাশাপাশি, ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধে স্বাধীন পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠারও তাগিদ দেয়।

ইউনিসেফ মনে করে, বাংলাদেশ এখন পরিবর্তন এবং সংস্কারের গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে। সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন করে একটি নিরাপদ ও ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলার সুযোগ রয়েছে। এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে এবং ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধে সহায়ক হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির