ঢাকা , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাককে মেয়র হিসেবে গেজেট কবে, জানালেন ইসি সচিব ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৪ হাজার গাড়ি ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন ইসি সচিব লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি প্রবাসী আয়ে জোয়ার, ২৬ দিনে এলো রেকর্ড ২৯৪ কোটি ডলার মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর সিগন্যাল চ্যাট ফাঁস, সাংবাদিকের ওপর ট্রাম্প প্রশাসনের ক্ষোভ বাংলাদেশকে ৪টি মহাসাগরগামী জাহাজ কেনার অর্থ দেবে চীন আলোচনায় ৬৬ বছরের শরিফুলের সঙ্গে কলেজ ছাত্রী আইরিনের বিয়ে অক্টোবরের মধ্যেই নির্বাচন চায় ১২ দলীয় জোট ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট রাজধানীসহ ৩ বিভাগীয় শহরে ৪১৮ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার বেতন-ভাতা ও আন্দোলন নিয়ে কঠোর হচ্ছে সরকার, স্বরাষ্ট্রের বিবৃতি বান কি মুনের সমর্থন ও পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা খার্তুম এখন স্বাধীন: সুদানের সেনাপ্রধান ঐকমত্য কমিশনের ১২২ প্রস্তাবের সাথে একমত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

দলগত অপরাধ প্রমাণ হলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া যায়: চিফ প্রসিকিউটর

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৪:২৯ অপরাহ্ন
দলগত অপরাধ প্রমাণ হলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া যায়: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দলগতভাবে কোনো অপরাধ প্রমাণিত হলে সেই দলের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে এর জন্য রাষ্ট্রের উদ্যোগ জরুরি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনী বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেলে জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় সম্ভব। বাহিনীর মধ্যে থেকে যারা অপরাধে জড়িত ছিলেন, তাদের বিচারের সঠিক স্থান এই ট্রাইব্যুনাল।

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি দল বা সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে এর জন্য রাষ্ট্রের আনুষ্ঠানিক পদক্ষেপ প্রয়োজন।”

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন আদালতে দলিল হিসেবে উপস্থাপন করা হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, "যদি দলগত অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সেই দলের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।"

তিনি এ ধরনের অপরাধের বিচারে নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির ওপর জোর দেন এবং বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কমেন্ট বক্স
ইশরাককে মেয়র হিসেবে গেজেট কবে, জানালেন ইসি সচিব

ইশরাককে মেয়র হিসেবে গেজেট কবে, জানালেন ইসি সচিব