‘তুফান’ সিনেমার সাফল্যের পর পরিচালক রায়হান রাফি ঘোষণা দিলেন তার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর। এবারও তিনি জুটি বাঁধছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে। তবে সবচেয়ে বড় চমক হলো শাকিব খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
প্রযোজক সমিতির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, প্রায় এক যুগ পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন শাকিব ও জয়া। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর এবার তারা আসছেন ‘তাণ্ডব’ নিয়ে।
শুধু জয়া আহসানই নন, এই সিনেমায় আরও থাকবেন একজন দেশি নায়িকা। তবে তার নাম এখনও গোপন রাখা হয়েছে। পাশাপাশি একটি আইটেম গানে হাজির হবেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা।
‘তাণ্ডব’ সিনেমার শুটিং খুব শিগগিরই শুরু হবে। রায়হান রাফির পরিচালনায় সিনেমাটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাকিব-জয়া জুটির কামব্যাক এবং রাফির নতুন নির্মাণ—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।