যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষিত স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন দেশের কেন্দ্রীয় সরকারের প্রায় ৭৫ হাজার কর্মী। ইউএস অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের একজন মুখপাত্র বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাম্প প্রশাসন সরকারের আকার ছোট করে সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে ২৩ লাখ বেসামরিক কর্মীকে বাদ দেওয়ার প্রস্তাব রয়েছে। এই উদ্দেশ্যে সরকারের কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দেওয়া হয়েছে, যা বাইআউট কর্মসূচি হিসেবে পরিচিত। ট্রাম্প প্রশাসন এসব কর্মীকে অকার্যকর এবং পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছে।
স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচির পাশাপাশি, ট্রাম্প সরকার সরকারি সংস্থাগুলোর জন্য ব্যাপক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কিছু সংস্থা তাদের নিয়োগকৃত কর্মীদের ছাঁটাই করেছে এবং আরও অনেক সংস্থা ৭০ শতাংশ কর্মী ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে, শ্রমিক ইউনিয়নগুলো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেছে, প্রেসিডেন্টের প্রতিশ্রুতি সম্পর্কে আস্থা রাখা কঠিন। তারা দাবি করেছে, কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিনিময়ে অক্টোবর পর্যন্ত তাদের নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে, তবে এই প্রতিশ্রুতি নিশ্চিত নয়। ১৪ মার্চের পর যারা এই কর্মসূচি গ্রহণ করবেন না, তাদের বেতন ও সুবিধা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই এবং চাকরিচ্যুতিও হতে পারেন।
এছাড়া, ট্রাম্প প্রশাসনে নতুন সংস্থা 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি'র প্রধান হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটের এক লাখ কোটি ডলার সাশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।