২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজক হবে সৌদি আরব। ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের পর, ১২ বছর পর ফের এশিয়াতে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। তবে, ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজনে সৌদি আরবের নিজস্ব সাংস্কৃতিক নিয়মের কারণে, মদ্যপান ও অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ থাকবে। সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার এক সাক্ষাৎকারে জানান, মাঠ, ফ্যান জোন এবং হোটেলেও মদ বিক্রি নিষিদ্ধ থাকবে।
তিনি বলেন, "এখন অ্যালকোহল নিষিদ্ধ, তবে মদ ছাড়া অনেকভাবে আনন্দ করা যায়। যদি কেউ পান করতে চান, তবে সেটা সৌদি আরব ছাড়ার পর করতে হবে। আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী সকলকে স্বাগত জানাতে চাই, তবে নিজেদের সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই না।"
এছাড়া, সৌদি আরবের মানবাধিকার ও সমকামিতা সম্পর্কিত কৌশলী মন্তব্য করে প্রিন্স খালিদ বলেন, "এটি আমাদের নিজস্ব আসর নয়, এটি একটি বৈশ্বিক আসর। সৌদি আরব সকল দর্শকদের স্বাগত জানাবে এবং তারা আমাদের সংস্কৃতি সম্মান করবে।"
এটি এমন একটি অবস্থান, যা পূর্ববর্তী কাতার বিশ্বকাপের সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ ছিল, তবে হোটেল ও নির্দিষ্ট ফ্যান জোনে বিক্রি করা হতো। সৌদি আরবের বিশ্বকাপে সেই সুবিধা থাকবে না, এবং মদ্যপান করতে হলে সৌদি আরব ছেড়ে যেতে হবে।