সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবার নতুন ৬টি দেশের প্রবাসী ভারতীয়দের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধা চালু করেছে। দেশগুলো হলো সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের প্রবাসী ভারতীয়রা এই সুবিধা পেতেন। এখন থেকে নতুন এই ৬ দেশের ভারতীয় বাসিন্দারা পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট বা গ্রিনকার্ড দেখিয়ে আমিরাতের যেকোনো প্রবেশপথ থেকে সরাসরি অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।
আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস এবং বন্দর সুরক্ষা কর্তৃপক্ষ (আইসিপি) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিপির বিবৃতিতে বলা হয়েছে, “এই ৬ দেশের প্রবাসী ভারতীয়দের জন্য আমিরাতে ভ্রমণ আরও সহজ হবে। পাশাপাশি এই উদ্যোগ ভারতীয়দের আমিরাতে বসবাস, কাজ এবং বিনিয়োগে আগ্রহী করে তুলবে।”
সূত্র : গালফ নিউজ