ভিকি কৌশলের সিনেমা ছাবা নিয়ে সম্প্রতি কলকাতায় গিয়ে একটি উক্তি করেছিলেন, যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি বলেছিলেন, "আগামী ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডে নয়, ‘ছাবা’ দিবস।" এই মন্তব্যের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়।
অবশেষে সিনেমাটি মুক্তি পেয়েছে, যা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। আগাম বুকিংয়ের পরেই সিনেমাটি ভিকির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং হওয়ার সম্ভাবনা ইঙ্গিত পেয়েছিল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হওয়ার পর, ক্যাটরিনা কাইফও সিনেমাটি দেখে তার প্রতিক্রিয়া জানাতে ভুলেননি।
ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় স্বামী ভিকি কৌশলকে প্রশংসায় ভরিয়ে দিয়ে লিখেছেন, “তুমি সত্যিই অসাধারণ।” ভ্যালেন্টাইনস ডে-তে এর চেয়ে ভালো উপহার আর কী-ই বা হতে পারে! তিনি আরও লিখেছেন, "কী দারুণ এক সিনেম্যাটিক অভিজ্ঞতা! ছত্রপতি সম্ভাজি মহারাজের গৌরবগাথা অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। রুদ্ধশ্বাস গল্পের বুনন, দৃশ্যায়ন—সবকিছু অসাধারণ! বিশেষ করে শেষ ৪০ মিনিট দর্শকদের একেবারে বাকরুদ্ধ করে দেবে।"
এটি লক্ষ্মণ উতেকারের পরিচালনায় নির্মিত সিনেমা, যেখানে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ক্যাটরিনার প্রশংসা ছাবা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।