চট্টগ্রামের সাতকানিয়ায় এক ছাত্রলীগ নেতাকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে জোবায়রুল হক জিয়ান (২৮) নামে ওই ছাত্রলীগ নেতা আটক হন।
জোবায়রুল হক জিয়ান, যিনি উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন, মৃত আব্দুল আজিজ ওরফে আবদুল্লাহর ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, জোবায়রুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে সেজে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ার এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আলোচিত ছিলেন। ২০২০ সালে তার বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Mytv Online