বসন্ত এসে গেছে, আর এ ঋতুর আনন্দে ভাসছে সবার মন! বিশেষ করে বাংলা সাহিত্যের অমর ঋতু বসন্তকে বরণ করে নিতে এই সময়টা বেশ উত্তেজনাপূর্ণ। তারকা অঙ্গনও বাদ নেই, যেখানে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছেন।
ফাল্গুনের প্রথম দিনেই বসন্তকে স্বাগত জানানোর জন্য হলুদ রঙের বাসন্তী শাড়ি পরে ফটোশ্যুট করেন তিনি। ছবিগুলোর মাধ্যমে রুনা যেন হয়ে ওঠেন বসন্তের নিজস্ব প্রতীক, এক গুচ্ছ হলুদ ফুলের মতো সুন্দর ও প্রাণবন্ত। আর ছবিগুলোর সঙ্গে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন, "একদা গহীন অরণ্যে ফুটিয়াছিলো অলকানন্দা, আজ বসন্ত..!" এই কথার মাধ্যমে বসন্তের আগমনকে বরণ করেছেন অভিনেত্রী।
তার ছবিগুলোতে রুনার মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি, তার অনুরাগীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ফলোয়ার তো মন্তব্য করেন, "এতো সুন্দর হলুদ পরী এই বসন্তে আর কোথাও দেখি নাই, মাশাআল্লাহ, এত সুন্দর থাক বইন!"