আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের মেগা ফাইনাল হবে ৯ মার্চ। এর আগেই, আইসিসি চ্যাম্পিয়নসহ অন্যান্য স্থান অর্জনকারী দলগুলোর জন্য প্রাইজমানি ঘোষণা করেছে।
আইসিসির অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আসরের প্রাইজমানি বেড়েছে ৫৩ শতাংশ, যা ৬.৯ মিলিয়ন ডলারে দাঁড়ায়। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার এবং একটি ট্রফি। রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে ৫ লাখ ৬০ হাজার ডলার করে দেয়া হবে।
পঞ্চম ও ষষ্ঠ স্থান পাওয়া দল দুটি পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে, এবং সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলো পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলোকে দেয়া হবে ৩৪ হাজার ডলার।
চ্যাম্পিয়ন দল প্রায় ৩২ কোটি টাকার প্রাইজমানি পাবে, আর যদি কোনো দল একটিও ম্যাচ না জিতে ফিরে যায়, তবে তারা ৩ কোটি ২০ লাখ টাকার প্রাইজমানি পাবে।
এছাড়া, হাইব্রিড মডেল হওয়ায় সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যুর পরিবর্তন হতে পারে। যদি ভারত ফাইনালে না পৌঁছায়, তবে শিরোপা নির্ধারণী ম্যাচ দুবাইয়ের বদলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।