গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় হামলার গুজব ছড়ানো এক ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা ময়দানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জিএমপি কমিশনার বলেন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে যে আইডি থেকে ইজতেমায় হামলার গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে শনাক্ত করে হেফাজতে আনা হয়েছে। প্রয়োজন হলে তাকে গ্রেপ্তার করা হবে।
এবারের ইজতেমায় সাদপন্থীদের অংশগ্রহণে নিরাপত্তা নিশ্চিতে ৭ হাজার পুলিশ সদস্য, র্যাব, বোমা ডিস্পোজাল ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বসানো হয়েছে ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, ২০টি চেকপোস্ট এবং ৩৫টি মোবাইল টিম। নিরাপত্তার জন্য আকাশপথে ড্রোন সার্ভিল্যান্সও চালানো হচ্ছে, তবে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ।
আগামীকাল রোববার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি হকার উচ্ছেদে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের যৌথ টিম কাজ করছে।
বিশ্ব ইজতেমায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান জিএমপি কমিশনার।