নাটোর জেলার লালপুরে বিএনপির ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খোকন (৫০) এবং তার দুই ছেলে অনিক (২৪) ও ফিরোজ (৩২)-কে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর ত্রিমোহিনী চত্বরে এ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা রাস্তার উভয় পাশে কাঠের বেঞ্চ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা।
আটককৃতদের স্ত্রী রত্না বেগম অভিযোগ করেন, “রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা আমাদের বাড়ি ঘিরে ফেলে। পরে ঘরে ঢুকে আমার স্বামীসহ দুই সন্তানকে মারধর করে তুলে নিয়ে যায়। আমি তাদের নিঃশর্ত মুক্তি চাই।”
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন রশীদ পাপ্পু বলেন, “একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধর করেছে।” তবে এ বিষয়ে লালপুর থানার ওসি নুরুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।