পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের হারনাই শহরের কাছে একটি কয়লা খনির কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১১ জন শ্রমিক নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শ্রমিকদের বহনকারী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় পুলিশের ধারণা, এ হামলার পেছনে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি জড়িত। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে কয়েক বছর ধরে বিদ্রোহী তৎপরতা, অপহরণসহ নানা অপরাধ বেড়েই চলেছে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এ এলাকায় প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে।
একজন আধাসামরিক কর্মকর্তা জানিয়েছেন, রাস্তার পাশে আগে থেকেই ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (আইইডি) পেতে রাখা হয়েছিল এবং ট্রাকটি আসার পরই এটি বিস্ফোরিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকটি দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, ট্রাকটিতে মোট ১৭ জন শ্রমিক ছিলেন।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।