বাহরাইনে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি তিনতলা বহুতল ভবন ধসে পড়েছে। বুধবার সন্ধ্যায় আরাদ এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনায় একজন বাহরাইন নাগরিক এবং এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল (৪২)।
নিউজ অব বাহরাইন জানায়, বিস্ফোরণে ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়ে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত শ্যামল চন্দ্র শীলের মৃতদেহ দেশে পাঠানোর জন্য বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
                           
                           
    
 
 
 Mytv Online