যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় আরও ১১৯ জন অবৈধ অভিবাসীকে ভারতে পাঠাচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই অভিবাসীরা মার্কিন বিমানযোগে অমৃতসরের বিমানবন্দরে পৌঁছাবেন।
এর মধ্যে ৬৭ জন পাঞ্জাবের বাসিন্দা, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের এবং কয়েকজন গোয়া, মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।
এর আগে, ৫ ফেব্রুয়ারি, ১০৪ জন অবৈধ অভিবাসী নিয়ে প্রথম মার্কিন বিমান ভারতে পৌঁছেছিল। তৃতীয় দফায় আরও একটি বিমান আসবে, তবে তার বিশদ তথ্য এখনো জানা যায়নি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান প্রশ্ন তুলেছেন, কেন অবৈধ অভিবাসীদের বিমান পাঞ্জাবে নামানো হচ্ছে, দিল্লিতে নয়। তার মতে, এটি পাঞ্জাবকে ছোট করার একটি ষড়যন্ত্র। তবে বিজেপির মুখপাত্র আরপি সিং জানিয়েছেন, অমৃতসর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় বিমানটি সেখানে অবতরণ করছে।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।