বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে, তা দিল্লির ওপর নির্ভর করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের ফরেন পলিসি শেখ হাসিনার আমলে একদমই ছিল না। যা কিছু ছিল, তা ছিল শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন ভারতের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেন, তখন তা বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে।
শামা ওবায়েদ মন্তব্য করেন, ভারতের সাথে সম্পর্কের বিষয়ে দিল্লিরই সিদ্ধান্ত নিতে হবে। বিশেষত, ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর মতো ঘটনার ক্ষেত্রে ভারত কোনো বিবৃতি না দিলেও, ৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় তারা বিবৃতি দেয়, যা তিনি যথাযথ মনে করেন না। তিনি এসব ইস্যুতে ভারতের দ্বৈত মানদণ্ডের সমালোচনা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি সুষম দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা তুলে ধরেন।