ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এ বৈঠকটি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকারের যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।
সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল, বিশেষত গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে। ঢাকায় অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য এবং ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে শেখ হাসিনাকে বিতর্কিত বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তারা কাজ করছেন এবং চীনের সঙ্গেও সম্পর্ক সঠিক পথে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।