চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
এর আগে ৫ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ফজলে করিম চৌধুরীকে হাজির করার আদেশ দেন।
গত বছরের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি তাকে আটক করে এবং পরবর্তীতে চট্টগ্রামে নেয়া হয়। ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, জোরপূর্বক জমি দখল, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।