অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেছেন, পাসপোর্ট দেশের নাগরিকদের অধিকার এবং এটি তাদের পরিচয়পত্র। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই। জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ পেতে পুলিশ ভেরিফিকেশন লাগে না, তাহলে পাসপোর্টের জন্য কেন লাগবে? পাসপোর্ট নাগরিকদের অধিকার এবং আমরা আইন করে দিয়েছি, এখন থেকে এটি পুলিশ ভেরিফিকেশন ছাড়াই করা যাবে।"
ডিসিদের উদ্দেশে তিনি বলেন, "প্রশাসনের কাজে শৃঙ্খলা রক্ষা করতে হবে। কারও রক্তচক্ষু বা ধমকে যেন কাজ প্রভাবিত না হয়।" তিনি আরও বলেন, "টাকা ছাড়া জন্মসনদ মেলে না—এটা হতে পারে না। সব সেবা অনলাইনে নিশ্চিত করতে হবে।"
ডিসি সম্মেলনটি শুরু হয়েছে আজ এবং চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা এবং রাতে নৈশভোজের আয়োজন রয়েছে।
Mytv Online