বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি দুরভিসন্ধিমূলক। তিনি সাফ জানিয়ে দেন, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি মেনে নেবে না।
আজ রোববার নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন নিয়ে যে গড়িমসি চলছে, তা নতুন বাংলাদেশ গঠনের পথে বড় বাধা।’
রিজভী দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, ‘দেশের মানুষের অধিকার একমাত্র সুষ্ঠু ভোটের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে।’
Mytv Online