সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। টাইগারদের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, এই ম্যাচ থেকে উইকেট সম্পর্কে ধারণা, বলের লেন্থ এবং কৌশল নির্ধারণের দিকগুলো বোঝার চেষ্টা করবেন তারা।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস দলটি মূল চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বাইরে। তাদের দলে থাকবেন মোহাম্মদ হারিস, আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীর।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি:
- ২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত (দুবাই)
- ২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি)
- ২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম পাকিস্তান (রাওয়ালপিন্ডি)
বাংলাদেশের এই যাত্রায় মাঠের প্রস্তুতি সীমিত হলেও তারা আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচে ভালো পারফরম্যান্সই টাইগারদের অনুপ্রেরণা দেবে আসরের মূল পর্বে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
পাকিস্তান শাহিনস স্কোয়াড
মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।