সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আস্তমা ও কামরূপদলংয় গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
গতকাল গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা আজ সকালেই বড় আকার ধারণ করে। দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানিয়েছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।