মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর ইরানের দুটি বিমান লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি না পাওয়ার ঘটনা ঘটেছে।
নিরাপত্তা সূত্রে জানা যায়, ইসরায়েল ইরানি বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করতে পারে বলে মার্কিন পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে লেবানন কর্তৃপক্ষ বিমান অবতরণ বন্ধ রাখে।
প্রথম বিমানটির অবতরণ বৃহস্পতিবার বাধাগ্রস্ত হয়, তখন লেবানন কর্তৃপক্ষ ইরানকে জানায় বিমানটি উড্ডয়ন করতে না। এর পর দ্বিতীয় বিমানটির উড্ডয়ন শুক্রবার স্থগিত করা হয়। এই ঘটনায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থকরা বিক্ষোভ শুরু করে এবং বৈরুত বিমানবন্দরের দিকে যাওয়ার একমাত্র রাস্তাটি অবরোধ করে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম শনিবার জানিয়েছেন, বৈরুত বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। তিনি এই সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।
ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তারা বৈরুত বিমানবন্দরকে অস্ত্র আনার জন্য ব্যবহার করে, যদিও হিজবুল্লাহ ও লেবাননের সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।