খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আসন্ন রমজান উপলক্ষে মার্চ ও এপ্রিল মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিমাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবার ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে, পাশাপাশি ঈদে এক কোটি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এই উদ্যোগ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, এসব চাল বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ পরিচালনা করলেও প্রধান তদারকির দায়িত্ব থাকবে জেলা প্রশাসকদের উপর। বিশেষত, ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই কার্যক্রমের ওপর বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি ব্যবস্থাপনায়ও ডিজিটাল পরিবর্তনের কথা উল্লেখ করে আলী ইমাম মজুমদার বলেন, "আগামী ১০ মার্চের মধ্যে ৮০ শতাংশ ই-নামজারি কাজ শেষ হবে, যা জমির মালিকানা সংক্রান্ত হয়রানি কমাতে সহায়ক হবে। জেলা প্রশাসকদের এ কাজে সহায়তা করতে নির্দেশ দেওয়া হয়েছে।" অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সুষ্ঠু নির্বাচন পরিচালনার আশা প্রকাশ করেন।