লাতিন পপ তারকা শাকিরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ কারণে তিনি তার নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শাকিরা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
শাকিরা জানান, শনিবার রাতে হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়। এখনও তিনি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসা চলছে।
এক্স হ্যান্ডেলে শাকিরা ভক্তদের উদ্দেশে লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে পেটের তীব্র ব্যথার কারণে আমাকে ইমার্জেন্সিতে যেতে হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকায় কনসার্ট বাতিল করতে হলো। এতে ভক্তদের যে কষ্ট হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’
শাকিরার এই আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।