যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে জানিয়েছে সিএনএন নিউজ।
কেন্টুকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, তার রাজ্যে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা করছেন তিনি। বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। গভর্নর বেশিয়ার জনগণকে সতর্ক করে বলেছেন, ‘এই মুহূর্তে কেউ রাস্তায় বের হবেন না। জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি।’
জর্জিয়ায় একজন মারা গেছেন যখন তিনি নিজের বিছানায় শুয়ে ছিলেন। এ সময় একটি গাছ তার ওপর পড়ে যায়।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে।