একসময়কার দাপুটে চিত্রনায়ক সুপারস্টার মান্না চলে যাওয়ার ১৭ বছর পূর্ণ হলো আজ ১৭ ফেব্রুয়ারি। ২০০৮ সালের এই দিনে তিনি ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে গণমানুষের প্রিয় নায়ক হয়ে উঠেছিলেন মান্না। তার মৃত্যু শোক আজও বয়ে বেড়াচ্ছেন স্বজন ও লাখো ভক্ত। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় মান্নার। তারপর তিনি টাঙ্গাইলের আসলাম তালুকদার থেকে হয়ে ওঠেন চিত্রনায়ক মান্না।
একে একে প্রায় সাড়ে ৩০০ ছবিতে অভিনয় করে মান্না হয়েছিলেন চলচ্চিত্রের নির্ভরশীল নায়কদের একজন। চলচ্চিত্রে যখন অশ্লীলতা গ্রাস করে মান্না তখন এসবের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী ছিলেন। নায়ক হিসেবে সাফল্য পাওয়ার পর মান্না নিজে প্রযোজক হয়ে কৃতাঞ্জলি কথাচিত্র থেকে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন।