২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে খালাসপ্রাপ্ত পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। এই আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। ২০১৯ সালের নভেম্বরে এই মামলার রায় হাইকোর্টে পৌঁছালে আদালত তারেক রহমানসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন গ্রহণ করে।
এছাড়া, গত ১ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এই মামলার সব আসামিকে খালাস দেন।