মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসকদের সম্মেলনে তিনি বলেন, অনেক জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধার উপস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে, তাই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে যাতে দ্রুত ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা যায়। জামুকার অধ্যাদেশ পরিবর্তনের পর এ কাজটি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, টিআর-কাবিখা বরাদ্দের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং পুনর্বাসন কার্যক্রম সঠিকভাবে চালানো হবে। ইউএনওরা স্থানীয়ভাবে সরকারী নিয়ম অনুযায়ী টিনসহ প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।
ফারুক-ই আজম উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে সরকারি কর্মকর্তাদের মানসিকতায় পরিবর্তন এসেছে, যার ফলে স্বচ্ছতা নিশ্চিত হবে। এই মাসের মধ্যেই জুলাই অধিদপ্তর গঠন করা হবে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের শহীদ হিসেবে গণ্য করা হবে, আহতরা পাবেন চাকরিতে অগ্রাধিকার।