ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছেন।
তিনি জানান, আমেরিকা সম্প্রতি বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশে বড় ধরনের অর্থ সহায়তা বাতিল করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আমেরিকা ভারতের নির্বাচনে ভোটদানে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করেছে।
ইউএসএআইডির বিরুদ্ধে সঞ্জীব সান্যালের অভিযোগ, তারা নির্বাচনী ব্যবস্থার উন্নতির নামে বিদেশে ভোটদানের হার বাড়ানোর জন্য অর্থ সহায়তা প্রদান করছিল।
সান্যাল দাবি করেন, এটি ভারতের নির্বাচনী ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপের প্রমাণ হতে পারে। ভারতীয় রাজনীতিতে এই বিষয়টি নিয়ে শোরগোল সৃষ্টি হয়েছে এবং বিরোধী দলগুলো বিদেশি হস্তক্ষেপের বিষয়টি সামনে এনে অভিযোগ তুলছে।
ডিওজিই দাবি করেছে, তারা বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোর উন্নতির জন্য ৪৮ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করত, যা নিয়ে প্রশ্ন উঠছে। সঞ্জীব সান্যাল আরও বলেন, “ভারতে ভোটদানের হার বাড়াতে আমেরিকার দেওয়া অর্থ কে বা কারা পেয়েছে, সেটা জানতে হবে।”