মিসরের রাজধানী কায়রোতে কেরদাসা এলাকায় একটি ভবন ধসে অন্তত ১০ জন নিহত ও আরও ৮ জন আহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে, যা মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ধসে পড়া ভবনটি শ্রমজীবী মানুষের বসবাসস্থল ছিল। ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন লোক নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে, তবে এই ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে। কায়রোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একাধিক দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভবন ধসের ঘটনাগুলোর কারণে মিসরে বেশ কিছু বছর ধরে ভবন নির্মাণ ও নিরাপত্তা বিধি না মানার প্রবণতা আলোচনায় এসেছে।
গত কয়েক বছরে মিসরে এমন বহু প্রাণঘাতী ভবন ধসের ঘটনা ঘটেছে, যা দেশটির জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।