ভারতের পশ্চিমবঙ্গের মুরিগঙ্গা নদীতে ছাইবাহী একটি বাংলাদেশি কার্গো জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে ডুবতে শুরু করেছে।
সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই নদীতে দুর্ঘটনা ঘটে। ভারতীয় কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় পড়া জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে ফিরছিল, এবং এর সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন। তাদেরকে সাগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার পর, বাংলাদেশি জাহাজ থেকে ছাই সরানোর প্রক্রিয়া চলছে, যাতে জাহাজটি নিরাপদে দেশে ফিরে যেতে পারে। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে জাহাজটি মুরিগঙ্গা নদীতে ছাই ফেলে দিচ্ছে, যা স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন, এই ঘটনাটি নদীর পরিবেশে দূষণ সৃষ্টি করতে পারে।
কলকাতা বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, মুরিগঙ্গা নদীর ওই চ্যানেলে সাধারণত বন্দরগামী কোনও জাহাজ চলাচল করে না, ফলে বন্দর পরিচালনায় কোনো হুমকি নেই।
সূত্র: পিটিআই।
Mytv Online