জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্পর্কিত তথ্য ফাঁস ঠেকাতে নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি সাংবাদিকদের জানান, এখন থেকে এনআইডির তথ্য আর কাউকে সরাসরি দেওয়া হবে না।
প্রথমে নাম ও জন্মতারিখ দিয়ে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে তথ্য যাচাইয়ের জন্য দেওয়া হতো, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডির তথ্য অনলাইনের মাধ্যমে যাচাই করা হবে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো এখন শুধু নাম ও জন্মতারিখের মাধ্যমে এনআইডির তথ্য যাচাই করতে পারবে, আর সিস্টেমই নিশ্চিত করবে তথ্য সঠিক কিনা।
এছাড়া, এনআইডি তথ্য ফাঁসের অভিযোগের পর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে এনআইডি সেবা চুক্তি বাতিল করা হয়েছে। তিনি জানান, তথ্য ফাঁস ঠেকাতে এনআইডি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়ানো হবে এবং নিরাপত্তা সার্টিফিকেট নেওয়া হবে।
এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রতিষ্ঠানগুলোর সিস্টেম পরিদর্শন করবে, যাতে কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যায়।