অভিন্ন নদীর পানি না দিয়ে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু এলাকায় তিস্তা রক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
‘১৫ বছর আওয়ামী লীগ তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে তারা পানি তুলে বিদ্যুৎ উৎপাদন করে,’ বলেন ফখরুল।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে রংপুরসহ ৫ জেলার ১১টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।
সকাল থেকে নির্ধারিত পয়েন্টগুলোতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন স্থানীয়রা।
স্থানীয়দের আশা, তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে এ গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Mytv Online