বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়োকাল্লা পৌরসভার একটি পাহাড়ি আঁকা-বাঁকা রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩০ জন, আহত কয়েক ডজন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুলিশ জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে যায়।
আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ৪ শিশু হাসপাতালে ভর্তি, অনেকে আইসিইউতে।
পুলিশের ধারণা, আঁকা-বাঁকা পাহাড়ি পথ এবং গাড়ির গতি দুর্ঘটনার কারণ হতে পারে।