সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর থেকে জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার মাগফিরাত কামনা করে পোস্টও দেন।
তবে বেলা ১১টায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখা যায়। তিনি আসামিপক্ষের শুনানিতে অংশ নিতে এসেছেন।
পান্না বলেন, ‘আমি ভালো আছি। মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকব।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উচ্চ আদালতে লড়াই করে প্রশংসিত হন জেড আই খান পান্না। কিন্তু ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিরূপ মন্তব্য এবং শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েন।
হত্যাচেষ্টা মামলায় তার নাম জড়িয়ে পড়েছিল, তবে পরে বাদী খিলগাঁও থানায় গিয়ে তাকে বাদ দেওয়ার আবেদন করেন।
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে জেড আই খান পান্না আবারও চলমান আইনি লড়াই অব্যাহত রাখছেন।