সৌদি আরবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। রাজধানী রিয়াদ, হা’ইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায় এই বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।
বৃষ্টির কারণে কিছু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। মক্কা অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। ঝোড়ো হাওয়া ও ধূলিঝড়ের সতর্কতাও দেওয়া হয়েছে।
বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।
এর আগে, চলতি বছরের জানুয়ারির শুরুতে টানা ভারি বর্ষণে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছিল। তখন মক্কা ও মদিনায় লাল সতর্কতা জারি করা হয়েছিল।