২০২৪ সালে মেক্সিকোতে আনুমানিক ৬ লাখ ৭০ হাজার গাড়ি উৎপাদন করেছে নিসান, যার মধ্যে ৩ লাখ ২০ হাজার গাড়ি রফতানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই সাফল্যের সুবাদে জেনারেল মোটরসের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হিসেবে উঠে এসেছে নিসান।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে মেক্সিকোর বাইরে গাড়ি উৎপাদন সরিয়ে নেয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। নিসানের সিইও মাকোতো উচিদা বলেছেন, ‘যদি উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়, তবে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজনে উৎপাদন অন্যত্র সরিয়ে নিতে হতে পারে।’
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সঙ্গে আলোচনার পর ট্রাম্প আগামী মার্চ পর্যন্ত মেক্সিকোর ওপর ২৫% শুল্ক স্থগিত করেছেন। তবে এই শুল্ক আরোপ হলে নিসানের আন্তঃসীমান্ত সরবরাহ চেইন ব্যাহত হবে এবং মেক্সিকোর অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।